post 01
উপলব্ধি
-একজন অতিমানব
জীবন আমার
কালো অমানিশার আঁধার
হৃদয় আমার
বিক্ষিপ্ত ভেঙ্গে চুরমার
মনের অজান্তে আজ
শুধু হাহাকার
তোমাদের এই পৃথিবী
আমার কাছে অন্ধ কারাগার
সীমার বাঁধা পেরিয়ে
অসীমের চলাচল
লাগছেনা ভালো আর
এই যান্ত্রিক কোলাহল
পারিনা আমি
হতে সাহসী
মনে ভয়
শুধু রয়।
তোমার হাসিটা লাগছে
আজ মেকি
পারছি বুঝতে আজ
দিয়েছ আমায়
ফাঁকি
তাই বারেবার
শুধু হাহাকার
সুন্দর পৃথিবী আজ
আমার কাছে অন্ধ কারাগার
মিথ্যে সুখের সাগরে
আজ আমার চলাচল
লাগছেনা ভালো
তোমাদের কোলাহল
যদি হারিয়ে যাই
শুধু বলতে চাই
ভালো আছি আমি
আমি ভালো আছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন