বর্তমান যুগের সম্পর্ক

ফেসবুকের সম্পর্কগুলো সাধারণত মানুষে মানুষে হয় না, হয় আইডিতে আইডিতে ।
.
এক-দুমাসের ফেসবুক ফ্রেন্ড হুট করে আপনাকে প্রপোজ করে বসল । তার ছবি দেখে, মেসেজিং এর স্টাইল দেখে আপনিও তাকে ভালোবেসে ফেললেন ।
.
কিন্তু এই ভালোবাসার সূচনাটা হয় ফেসবুকের প্রোফাইল দেখে, মন দেখে নয় ।
.
কিছুদিন আগের ঘটনা ।
.
আমার এক বন্ধু ফেসবুকে প্রেম করেছে প্রায় দেড় বছর । এরপর তারা সিদ্ধান্ত নেয় দেখা করার । দেখা করার পর বন্ধুর কাছে যখন অভিব্যক্তি জানতে চাইলাম, বন্ধুর ভাষ্য ছিল এরকম—
.
"আর বলিস না দোস্ত । যে মেয়েটার সাথে সারা দিন রাত চ্যাটিং করলাম তার সামনে গিয়ে কি না লজ্জায় মাথাই তুলতে পারলাম না ।"
.
......এটা অস্বাভাবিক কিছু নয় । আপনাদের প্রেম এতোদিন হয়েছিল আইডির সাথে আইডির, মানুষের সাথে মানুষের না, না মনের সাথে মনের ।
.
ফেসবুকের সম্পর্কগুলো এরকমই । পরবর্তীতে এই সম্পর্কগুলো যখন নীল সাদার জগত ছেড়ে বাইরে বেড়িয়ে আসে, তখন মাসের পর মাসের চেনা পরিচিত সেই মানুষটির সাথে পরিচিত হতে হয় আবার নতুন করে ।
.
আইডির সাথে আইডির এই প্রেমগুলোতে যতটা না থাকে মনের টান, তার চেয়ে বেশি থাকে অভাব অনুভব ।
.
ফেসবুকে এসে আপনার প্রিয়জনকে আপনি নক করলেন, কথা বললেন । ব্যস এটুকুই । যখন তার সাথে কথা হবে না আপনি তার নামের পাশে সবুজ চিহ্নটির অভাব অনুভব করবেন । কখনোই অভাব অনুভব করবেন না সেই মানুষটির ।
.
বাস্তবজীবনে প্রেমের ইতি টানা হয় দুজনের কথা-বার্তার মাধ্যমে, একটি সমঝোতা করে ।
আর ফেসবুকে ? টুক করে ব্লকলিস্টে ফেলে দিলেই শেষ হয়ে যায় সব সম্পর্ক ।
.
এটাই স্বাভাবিক । কারণ এই সম্পর্কগুলোতে যতটা না থাকে মনের টান, তার চেয়ে অধিকগুণে থাকে আইডির টান ।
.
সম্পর্কগুলো যে মনের সাথে মনের না, আইডির সাথে আইডির.....

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ